বর্ষ: ০১, সংখ্যা: ০১
রমাদান ১৪৪৫ || মার্চ ২০২৪
গবেষণামূলক উচ্চতর শিক্ষাপ্রতিষ্ঠান
মারকাযুন নাহদাহ আল ইসলামিয়া যশোর
এর মুখপত্র
রজব ১৪৪৫ || জানুয়ারি ২০২৪
যাকাত শব্দটি যাকাতুন ধাতু থেকে নির্গত হয়েছে। যার অর্থ-পবিত্র করা। পবিত্রতা বৃদ্ধি হওয়া, উন্নতি লাভ করা ইত্যাদি অর্থেও যাকাত শব্দটি ব্যবহৃত হয়। যেহেতু যাকাত মানুষের জন্য কৃপণতা, গুনাহ ও আযাব থেকে পরিত্রান ও পবিত্রতার কারণ এবং সম্পদ বৃদ্ধি ও অন্তর পবিত্র হওয়ার উপায়, তাই এর নাম 'যাকাত' রাখা হয়েছে। আল্লাহ তা’আলা কুরআন মাজীদে এর প্রতি ইঙ্গিত করেছেন। ইরশাদ হচ্ছে, (হে রাসুল।) আপনি তাদের মালামাল থেকে সাদকা অর্থাৎ যাকাত গ্রহণ করুন, যাদ্বারা আপনি তাদেরকে পবিত্র ও বরকতময় করতে পারেন। (সূরা তাওবা, পারা নং ১১. আল-মাসালিহুল আক্বলিয়া লিল আহকামিন নাক¡িলয়া-১৩৫ পৃঃ)।
সুরা ফাতেহা:
بِسْمِ اللَّهِ الرَّحْمَنِ الرَّحِيمِ-
بِسْمِ নামে; الله -আল্লাহর; الرَّحْمَنِ -দয়াময়; الرَّحِيْمِ -পরম দয়ালু।
অনুবাদ: দয়াময় পরম দয়ালু আল্লাহর নামে।
الْحَمْدُ لِلَّهِ رَبِّ الْعَالَمِينَ-
الْحَمْدُ -সকল প্রশংসা; للهِ -আল্লাহর জন্য; رَبِّ -পালনকর্তা; الْعَالَمِيْنَ -বিশ্বজগত।
অনুবাদ: সকল প্রশংসা আল্লাহর জন্য যিনি বিশ্বজগতের পালনকর্তা।
এখানে আমরা ধারাবাহিকভাবে প্রশ্ন-উত্তরের আলোকে সীরাতের আলোচনা করব ইন শা আল্লাহ।
প্রশ্ন:- হযরত আদম আলাইহিস সালাম এবং মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম পর্যন্ত কত বছরের ব্যবধান ছিল?
উত্তর:- ৫১৪৯ (পাঁচ হাজার একশত ঊনপঞ্চাশ) বছর।
প্রশ্ন:- সর্বশ্রেষ্ঠ ও চুড়ান্ত নবী মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পূর্বে কোন নবী পৃথিবীতে আগমন করেছিলেন?
উত্তর:- হযরত ঈসা আলাইহিস সালাম আগমন করেছিলেন।
প্রশ্ন:- মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র বিশ্বগমনের আরবী, ইংরেজী দিন ও তারিখ কি ছিল?
উত্তর:- ২০ এপ্রিল ৫৭০ খ্রিস্টাব্দ। পরিশুদ্ধ ও গ্রহণযোগ্য মত অনুযায়ী রবিউল আওয়াল মাসের ৮ তারিখ মোতাবেক সোমবার দিনে তিনি বিশ্বাগমন করেন।
প্রশ্ন:- আমার আম্মার মাহরাম সহ হজ করার জন্য সুস্থ ও সামর্থ থাকাবস্থায় আমার বোন একজন ব্যক্তিকে দিয়ে বদলি হজ করিয়েছিলেন। পরবর্তীতে একজন আলেম থেকে জেনেছি, তার জন্য বদলীকৃত হজ আদায় হয়নি। জানার বিষয় হল, উক্ত মাসআলা সঠিক কি না? আর সঠিক হলে করণীয় কি?